ভারত আমার দেশ
শোভন অধিকারী
শত শত শহীদের রক্তে গড়া মোর ভারতভূমি!
বিন্দু বিন্দু গড়া শহীদভূমি।
শান্তি এই ভারতের বাণী,
অহিংসা যার মূল মহামন্ত্র ধ্বনি।
হিন্দু,মুসলিম,বৌদ্ধ,জৈনের বাসভূমি মোদের ভারতভূমি।
হিমালয় থেকে কন্যাকুমারী ,
বৈচিত্র্যের দেশ এই ভারতভূমি,
নদী নালা, মাঠ ঘাট, পথ প্রান্তর, বন জঙ্গল, পর্বত ও মালভূমি এসব নিয়েই মোদের মাতৃভূমি।অতীতের পরাধীনতার ভারতবর্ষ আজ বন্ধন মুক্ত।
ভারতে আজ নেই ইংরেজ মোঘল, শক ও পাঠান।
নেতাজী, ক্ষুদিরাম,গান্ধীজী ও ভগৎ সিং আজ হয়ে গেছে ইতিহাস।
বর্তমান ভারত আজ পরিচিত দেশ।
জ্ঞান বিজ্ঞানে, শিল্পে ও প্রযুক্তিতে ভারতের ঘটছে উন্নতি।
খাঁ খাঁ মাঠ,ধূ-ধূ প্রান্তরে আজ শোনা যায়
কলের শব্দ,দেখা যায় চিমনির কালো ধোঁয়া।
উন্নত বীজ,সার,কীটনাশক প্রয়োগে কৃষি হচ্ছে সমৃদ্ধ।
অট্টালিকা,ট্রেন, বিমান শহরে হয়েছে উদ্ভব।
অতীতের ভারত আজ অলংঙ্কারে সুসজ্জিত।
ভারত তুমি ধন্য! লুন্ঠন ও উৎপাতের মধ্যে দিয়েও বিদ্যমান তোমার ঐতিহ্য।
গরীব হলেও আমরা সবাই ভারতবাসী,
আমাদের মধ্যে মিশে আছে,
ভারতীয় ঐক্যে ভারতের জয় কামনা,ভারতীয় রক্তের টান।
তাই ঈশ্বরের কাছে মোর প্রার্থনা--
নদী নালা,পথ ঘাট,বন জঙ্গল,পর্বত ও মালভূমি,
ভারতের একবিন্দু মাটিতে
যেন আবার জন্মগ্রহণ করি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন