ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

কলমে - জয়ীতা চ্যাটার্জী

অভিজ্ঞ

জয়ীতা চ্যাটার্জী 

দীর্ঘ নয় মাস পরীক্ষা চলল নিজেকে মুচড়ে দুমড়ে

বয়ে চলল রক্ত ধমনীতে অনির্দেশ্য খাতে,

প্রতিষেধকের খোঁজ করতে করতে। 

কত পরিচিত মুখের দোরে দোরে , 

দিনরাত ঘুরেছে গোটা একটা শরীর 

যেনো এক ভিক্ষার পাত্র মন,

ধিক্কার জমে ওঠে বাইরে ও ভিতরে অন্যান্য গভীর 

আজ দেখি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে প্রনম্য সব, 

 দুচোখ ঢেকে যায় অলস্যময় হাতে নিশ্চুপ নীরব। 

 ভেসে যাওয়া নৌকা আজ কুয়াশারুদ্ধ, 

 নাবিকের চোখে ঘুম 

মাস্তুল দাঁড়িয়ে থাকে দূরে চির প্রতীক্ষারত, 

যাত্রীর গায়ে জ্বর ধুম। 

মুহুর্ত জুড়ে ঝড় তীরে বসে কবিতার সংলাপ 

খোঁজা, মাটির সাথে জল মিশে একাকার, 

শেষ প্রশ্নের বোঝা। 

দেবদারু বিথী দাঁড়িয়ে থাকে

আমি অনিমেষ তাকিয়ে থাকি, 

 এ পৃথিবী আমার ই পরীক্ষা নেয় 

ঠিক কতটা সইতে পারি আমি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন