ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১২ আগস্ট, ২০২০

মাসিক সংখ্যা

 কবিতা

অদল বদল

স্বপঞ্জয় চৌধুরী

সবার মাথার ভেতর একটা বিষয়ই  বাজতে থাকে অহর্নিশ

বদল করো নিজেকে বদল করো

ছোট খুপরির ভেতরে জ্বলা কুপিটা

 যার ফিতেতে এখনো লেগে আছে কেরোসিনের গন্ধ,

বদল করে চলে আসো আলো ঝলমল প্রিমিসেসে

সামনে দুটো ঘোড়া বাঁধা আছে 

তাদের দেহ থেকে দেবদূতের মতো সাদা আলো বিচ্ছুরিত হচ্ছে।

তুমি চাইলে একে বদল করে নিয়ে আসতে পারো

টয়োটা, মার্সিডিজ কিংবা রেঞ্জ রোভার।

তোমাকে বলা হল স্বভাব বদল করতে

তোমার প্রপিতামহের গৌরবগাঁথা

শুনতে শুনতে তুমি ক্লান্ত।

তোমার নিজের যা কিছু আছে সব বদল করো

সময় বদলেছে তাই তোমাকেও বদলাতে হবে

বদল করো মাটির চুলোতে লেগে থাকা পোড়া দাগ

রাইস কুকার থেকে তেড়ে আসা ঠিংরানো উত্তাপ

তোমায় বদলে যাওয়ার কথা মনে করিয়ে দেয়,

তুমি ইজি চেয়ারে দোল খেতে খেতে ভুলে যাও

হাড়িভাংগা আমের গাছে লাগানো দোলনার দোদুল।

তোমাকে যতই বদলে যাওয়ার কথা বলা হোক

তুমি আসলে কখনোই বদলাও না

বদলাতে পারোনা

বদলে যাওয়ার ভান করো 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন