আমার আমি
পাখি পাল
জীবনের কিছু মুহূর্ত নিজের অচেনা 'আমি' টাকে
চিনতে শেখায়,
বুঝতে শেখায় নিজের ভালো-মন্দ গুলোকে,
এভাবেই আবিষ্কার করে নিজের মধ্যেকার পরম ধ্রুবক'কে,
এ আমি স্থির,নিশ্চল,দৃঢ়, নিঃসংকোচ এক আদি সত্ত্বা,
যা অপরিবর্তনীয়,
যে আমিটা তলিয়ে গিয়েও ভাসতে শিখে গেছে,
যে আজ প্রখর মরুভূমি'তে অভিযোজনের মাত্রা বোঝে,
বালির ভিতর তলিয়ে মূল বাঁচার রসদ খোঁজে,
তবে জীবন এখন অন্য খাতে বইছে হয়তো নদীর মতো,
যে নদী ভরা বর্ষায় যেমন বাঁধ ভাঙে,
তেমনি নিজ ছন্দে আনন্দ ধারা হয়ে বয়ে চলে অবিরাম,
আজও সে শিখছে, শিখতে চায় সবার কাছ থেকে,
ভালো থাকাটাও জরুরী সবার মধ্যে নিজেকে রেখে,
প্রত্যেকেরই একটা নিজস্বতা আছে,যা স্থির,
অবিচল,যা অন্যের থেকে তাকে পৃথক করে,
এই পৃথকীকরণ-ই তার সত্ত্বার পরিচয়,
যাকে সে বাঁচিয়ে রাখে নিজের করে নিজের ঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন