ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কলমে - পাখি পাল



স্বাধীনতার খোঁজে

পাখি পাল

স্বাধীনতা বলতে তুমি কি বোঝো..

পরাধীনতা থেকে চিরতরে মুক্তি,

নাকি দাসত্ব মোচন করার শক্তি,

স্বাধীনতার মানে তো হরেকরকম..

আজাদি,স্বাচ্ছন্দ্য, নাগরিক সম্মান,

যা অর্জনে আজও স্মরণীয় বিপ্লবী তাজা প্রাণ,

তবে স্বেচ্ছাচারিতা তো আর স্বাধীনতা নয়..

স্বাধীনতা তো সুস্থ চিন্তার বিকাশ,

যার মধ্যে থাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়াস,

স্ব-এর অধীনতা যদি স্বাধীনতা হয়..

তাহলে তার অর্থগুলো বড্ড যে যার মতো,

সুখ,শান্তি'টুকুতেই আমরা স্বাধীনতা খুঁজি কত্ত।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন