ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কলমে - ব্রতীন বসু

 

স্বাধীনতা দিবস 

 ব্রতীন বসু


কোন এক জন্মে আমি

তোমার মত মুক্ত হতে চাই

তোমার মত  হাসতে চাই

ছুটে যেতে চাই

রোজ 

জন্মদিন,

সামার ভেকেসান

পুজো,ক্রিসমাস,

তুমি যেভাবে 

সেভাবে কাটাতে চাই

কোন এক জন্মে

সকাল বিকেল গোলাপ ফুল খেলনা টুকিটাকি

আর স্বাধীনতার আগে কাগজের তেরঙা নিয়ে যেভাবে গাড়িতে গাড়িতে বিক্রি কর

হাসিতে খিদেতে,

হতে চাই তোমার মত 

আমি স্বাধীনতা দিবস

তুমি স্কুলে যাবে

আমি মুক্তি পাবো পনেরোই অগাস্টের বেড়াজাল থেকে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন