মিথ্যে
আমিমোন ইসলাম
টিপ টিপ জল পড়ে, সারা বিকেল ধরে,
ভেজা ভেজা ছাতায়, কেও এখনও অপেক্ষা করে।
গুমড়ে গুমড়ে মেঘ, প্রেমিকের মনে ক্ষত,
যাচ্ছে যাচ্ছে চলে, গোপন সময় যত।
সামলে সামলে চলো, রাস্তা শ্যাওলাময়
একটু একটু জোরে, আঁটকে রাখতে হয়৷
গুড়ুম গুড়ুম বাজে, সবাই পায় ভয়,
ভয় ভয় পেলে, তাকে জাপটে ধরতে হয়।
সেলাই সেলাই দেওয়াল, শহরজুড়ে বোনে,
নতুন নতুন প্রেমিক, আঙুলে সময় গোনে।
প্রথম প্রথম চুমু, ঠোঁটে রক্ত ঝরে,
আদর আদর চাপে, জামার বোতাম ছেঁড়ে।
শান্ত শান্ত গাছও, বোশেখের ঝড়ে নড়ে,
ঘুপচি ঘুপচি ঘরেও, প্রেমিকেরা প্রেম করে।
কালো কালো মেঘ জমেছে, শ্রাবণের শেষ বেলায়,
মিথ্যে! মিথ্যে! প্রেম মিথ্যে গরীবের ফাঁকা থালায়।
Daroon hoyache bhai
উত্তরমুছুন