কবিতায় বাঁচা ।।
সময়ের ধারাস্রোত
হয়তোবা মুছে দিতে পারে জীবনের বহু সহস্র ক্ষত, কিন্তু ক্ষতের দাগ?
আমরন রয়ে যায়
দেহে কিংবা মনে,
অন্ধকার ঘুমের গভীরে
স্বপ্নের অন্ত:পুরে।
কে যেন বলেছিল —
'বা হা ত্তো র'
একটা সংখ্যা বইতো নয়
হাসিগানে আনন্দে বাঁচুন
কিন্তু শুধু আমি নই,
চলমান জীবন কি জানে
সময়ের সীমারেখা?
কতটুকু সময় রয়েছে হাতে?
তাই কাগজ কলম আর
প্রসব-বেদনায়—
ঠায় বসে থাকি,যদি
দু-চারটে 'অক্ষত'কবিতার
জন্ম দিতে পারি।
এখন বেলা শেষের দিনগুলো কবিতায়
বেঁচে থাকতে চাই।।
An ode to immortality. Kudos!
উত্তরমুছুনঅনন্য সুন্দর লেখনী।
উত্তরমুছুন