ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১২ আগস্ট, ২০২০

কবিতা মাসিক সংখ্যা

 কবিতায় বাঁচা ।।


সময়ের ধারাস্রোত

হয়তোবা মুছে দিতে পারে জীবনের বহু সহস্র ক্ষত, কিন্তু ক্ষতের দাগ?

আমরন রয়ে যায়

দেহে কিংবা মনে,

অন্ধকার ঘুমের গভীরে

স্বপ্নের অন্ত:পুরে।

কে যেন বলেছিল —

'বা  হা  ত্তো  র'

একটা সংখ্যা বইতো নয়

হাসিগানে আনন্দে বাঁচুন

কিন্তু শুধু আমি নই,

চলমান জীবন কি জানে

সময়ের সীমারেখা?

কতটুকু সময় রয়েছে হাতে?

তাই কাগজ কলম আর

প্রসব-বেদনায়—

ঠায় বসে থাকি,যদি

দু-চারটে 'অক্ষত'কবিতার

জন্ম দিতে পারি।


এখন বেলা শেষের দিনগুলো কবিতায়

বেঁচে থাকতে চাই।।

২টি মন্তব্য: