চৌহদ্দি
প্রীতম রায়
না পারলাম না আর
শেষ মেষ ফিরে আসতেই হলো
চৌহদ্দির মায়ার কাছে।
বেড়াজাল ভাঙতে কম তো চেষ্টা করিনি।
তবে তুই ছিলিস নাছোড়বান্দা।
শেষ মেষ জিতেই গেলি বল।
আটকে দিলি;
বেঁধে দিলি গাঁটছড়া
ভালোবাসার
সেই আঁচলের সাথে।
বহুবার ভেবেছিলাম জানিস ,
চৌহদ্দির বাইরে গিয়ে একটু বাস্তব দেখবো।
কংক্রিটের কালো জগতে পাড়ি দেব।
তবে পিচ গলা রাস্তায় পায়ে ফোস্কা পড়ার ভয়,
ইঁটের ঘায়ে হোঁচট খাওয়ার ভয়,
তোর ছিল বলেই পারলি না তুই।
হাত টা ছাড়তে।
বরং বেঁধে দিলি আমায় আরও শক্ত বাঁধনে।
অনেক টা মায়ের মতো করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন