ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ৩০ আগস্ট, ২০২০

সাপ্তাহিক কলমে - জয়ীতা চ্যাটার্জী


 সীমান্তে

জয়ীতা চ্যাটার্জী


আজ বুঝি একা বসে আছি মহাশিলার ওপর, 

শরীরে ভরেছে বাতাস মন যেনো সাদা আস্তরণ কাপড়। 

সমুদ্র ফেনা ঘিরে থাকে বৃত্তাকারে আমায়, 

মনে পড়ে সে পরিচিত ধ্বনি, বারংবার আমাকে কাঁদায়

ভালোবাসি  বলে মুখে তাও এতো দীন ঘরে ঘরে, 

সমস্ত সত্তা জুড়ে সেই স্বর ভর করে

ভুলে গেছি চেনা নাম, যা ভোলার কথা ছিল না কখনো, 

সব ছাপিয়ে জেগে আছে  সেই ধ্বনি সরব এখনো

কে যেনো জিজ্ঞেস করে এ জীবন দিয়ে দিলি কাকে? 

হৃদয় ও হারিয়েছে সন্ন্যাস কি জানি কার মুখাপেক্ষী হয়ে থাকে? 

আজ ছড়িয়ে দিয়েছে পাতা প্রতিটা পথের বাঁকে বাঁকে, 

কে যেনো ডেকে যায় বারোমাস, কার ছবি আঁকে। 

হয়তো শোনে না কেউ তবু সে ডাক ভিতরে জীবিত থাকে, 

বুকের ভেতর হাহুতাশ দেশ কি জানি কাকে একমনে ডাকে?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন