কৃতকর্ম
প্রীতম রায়
না না ভেবো না
আজ আমি অভিযোগ জানাতে আসি নি।
বরং স্বস্তি পেয়েছি হুজুরের রায়ে।
জানি আমি দোষ করেছি,
প্রকৃতির বিরুদ্ধে গিয়ে দেখিয়েছি
বহু নিয়ম কে বুড়ো আঙুল।
বহু বছরের শয্যা ত্যাগের পর ইচ্ছে হলো
অন্ধকার টা ছেড়ে এবার একটু আলোর মুখোমুখি হই।
জানি তুমি সেই সুযোগ আমায় দেবে না
বহুদিনেএ আলোর বিপরীতে যাপন করা আমিটা
এখন ও বোধ হয় যায় নি।
তাই হয়তো এখন ও স্বপ্ন দেখি সেই একদিনের।
আচ্ছা বলতে পারো আমার বয়স টা কত হবে।
বলতে পারো কুঁচকে যাওয়া চামড়ার পিছনে,
আমি কি তরুন না অর্ধমৃত
এক বয়স্ক রোগ গ্রস্ত কঙ্কাল।
যে তোমার নিকট মৃত্যুর ভিক্ষা চাইছে
আর তুমি পাপ – পূন্যের দাড়ি পাল্লায় মাপছো
কৃতকর্মের দোষ গুন গুলো কে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন