"একান্ত আমি"
শ্রেয়া রায়
আমার একান্তের রূপকথার দেশ
সবার মত আমার আমিটা যে আমার কাছে ভীষণ প্রিয়।
আমার আমিকে ঘিরে রয়েছে কল্পনার এক সুন্দর রূপকথার দেশ।সেই দেশে আমি কখনো রূপকথার পরী হয়ে রাতের অন্ধকারে বা ভোরের আবছা আলোয় ফুলে ফুলে আনন্দে ঘুরি, আবার কখনো রূপকথার দেশের রাজকন্যা হয়ে রাজপুত্রের অপেক্ষা করতে করতে ভাবি কখন সে ঘোড়ায় চড়ে আসবে আর আমায় নিয়ে সাত সমুদ্র তেরো নদী পার করে দুর দেশেতে নিয়ে যাবে। ভালো লাগে রূপকথার দেশের রাণী সেজে আয়নায় বারে বারে নিজের সৌন্দর্য দেখে মুগ্ধ হতে।
আমার রূপকথার দেশে রয়েছে একটা বিরাট ফুলের বাগান, যেখানে ইচ্ছা মতো আমি ফুলের সাজে আর গন্ধে নিজেকে ঘিরতে পারি, একান্তে সময় কাটাতে পারি,ফুলে ফুলে আসা ভ্রমর আর প্রজাপতিদের সাথে গল্পে মাতোয়ারা হতে পারি।আকাশ-বাতাস,গাছপালা, পশুপাখি সবার কাছে নিজের মনের কথা বলতে পারি ।
কবিগুরুর ভাষায়...
"কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা..মনে মনে।
মেলে দিলেম গানের সুরের এই ডানা...মনে মনে।
তেপান্তরের পাথার পেরোই রূপকথার,
পথ ভুলে যাই দূর পারে সেই চুপকথার...।"
এই কল্পনা ঘেরা রূপকথার দেশের মায়াজাল পেরিয়ে আসতে একদম ইচ্ছে হয় না আমার।
কারণ বাস্তব জগৎ যে বড়ই জটিল..
বড়ই একঘেয়েমীতে ভরা।
মনে হয়..সকলের ভালোবাসা গুলো যেন বড়ই অকৃত্রিম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন