নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

রবিবার, ১২ জুলাই, ২০২০

দৈনিক কলমে কবি বিশাল ঘোষ


~ তোমারই এ স্থান ~

একটা একটা করে এই অশ্রুর হিসেব,
তুমি একবার বলো মিলিয়ে দিতে পারবে।
আমি না হয় আমার সমস্ত মন খারাপ ভুলে,
তোমাকে কাছে টেনে বুঝিয়ে দেবো ভালোবাসি ‌।।

তুমি একবার চিৎকার করে বলতে পারবে ?
যে হ্যাঁ, তুমি আমাকে ভালবাসো, শুধু আমাকেই।
আমি তখন কেঁদে পরলে তুমি আশ্বাস দাও,
আগের মতো বিশ্বাস ভেঙে ফেলে যাবেনা ।।

ওকি চুপ করে কেন ? ভয় হচ্ছে বুঝি ?
আচ্ছা বেশ‌ বুঝেছি, নীরবতার মানেটা কি।
ভয় নেই প্রতারকের আসনে তোমাকে বসাবো না,
তুমি ফিরে যাও, এই জায়গা তোমারই থাকবে ।।

                               - বিশাল ঘোষ (জাজিগ্ৰাম)

1 টি মন্তব্য: