নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শুক্রবার, ৩ জুলাই, ২০২০

কবিতায় : জি কে নাথ

অধ্যায়
জি কে নাথ

শব্দের শরীরে চলে নির্মাণ
দিনের ব্যস্ততার নীচে সবুজ সন্ধ্যা পৃথিবীর ফুটপাথ
আলোর উপর ঝুঁকে আসে নিভে আসা গান
তীব্র ব্যথায় ভর করে পা রাখি স্মৃতির সাঁকোয়,
নড়ে ওঠে ভবিতব্য
ভারী হয়ে ওঠে ক্রমশ মেঘেদের বিন্দু বিন্দু জলকণা,
সময়ের কোল জুড়ে দু এক পশলা বৃষ্টিতে ধুয়েযায় বোধ
সর্বাঙ্গ জুড়ে পুড়ে যায় তিলপরিমান মন্থর অনুভব
আলোর অলস ঠোঁটে রেখে দিই ব্যর্থ পথের শূন্য যত হিসেব
এখন ছুটি ঘোষণার পালা,ঢঙ ঢঙ ঢঙ বেজে ওঠে ঘন্টাধ্বনি
বিশুষ্ক নিঃসীম অনন্ত নিঃশ্বাসের পৃষ্ঠে আকাশ এখন নিঃসঙ্গ সকলকে সরাতে সরাতে একটা সময় স্বপ্নের পাঁচিল থেকে ঝাঁপ মারি চকিতে সন্ধ্যা পৃথিবীর জংলা ঘাসবনে,আত্মগোপন হয় নিজের পরিচয়।




1 টি মন্তব্য: