নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শনিবার, ২৫ জুলাই, ২০২০

কলমে : জয়ীতা চ্যাটার্জী



এক পৃথিবী হব
জয়ীতা চ্যাটার্জী

যদি বলি কবিতা হব, তোমার হারের ভেতরের
নির্ধূম আনন্দ হব।
পঙ্কিল সময়ের স্রোতে ভেসে যাব
ক্ষমাহীন রক্তে যেভাবে সব কিছু হারায় নিরুদ্দেশে,
সে ভাবেই একদিন তোমাকে না বলে হারিয়ে যাব,
আকাশের মতো দাঁড়িয়ে থাকবে তুমি,
আমি প্রভাতের কোনো তটিনী হব,
দূরে মেরুনিশীথের স্তব্ধ সমুদ্রে তোমাকে ফেরাব,
কোনো ভুল নেই পাখিদের গানে,
নিষ্ফল আলোক বিন্দু জ্বলে ওঠে পতঙ্গের প্রানে,
তুমি ফিরিয়ে দিলে প্রতারিত রাজপথ দিয়ে ফিরে যাব,
স্হির শান্ত সলিলের অন্ধকারে মিশে যাব,
তুমি খুঁজে পাবে না আমার ভেতর জিজ্ঞাসার মানে,
ওপারের নিরলোকের কবিতা হব বায়ুসন্তরণে,
প্রান্তরে অমরতা জেগে উঠবে কবিতার স্পর্শে,
একরাশ প্রাদেশিক ফুলের উন্মোচনে,
জীর্ণতম সমাধির ভাঙা ইঁট হব তোমার ইচ্ছের গা ঘেঁষে,
খিদের আবিষ্কার করে আমার সবুজ সোনালী চোখ
তাকাবে তোমার দিকে জ্যোৎস্নার উন্মেষে,
যদি তুমি দিয়ে যাও হে
আকাশ তোমার বুকের এক জন্মের ক্ষত,
আমি ও হব এক পৃথিবী,
হব প্রভাতের নদীটির প্রতিভার মতো।



৩টি মন্তব্য:

  1. Bengali poems er sathe abr ekta valolaga jagche❤️ osadharon

    উত্তরমুছুন
  2. কবিতার প্রতি এমন আত্মমগ্নতার জন্য কবি নিশ্চিতভাবে বলতে পারেন 'এক পৃথিবী হব ' খুব ভালো লাগল এমন প্রত্যয়ের কবিতা পড়ে।

    উত্তরমুছুন