ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১১ মার্চ, ২০১৯

স্পেশাল পেন




চ‍্যাটপ‍্যাট্



পাখিটির পালক নীল হতে পারে, কিন্তু ওড়ার রং হলুদ। সেই হলুদ থেকেই শোনা যাবে হালুম। একটি বাঘডাক। (প্রভাত চৌধুরী)

ডাক শুনলেই মনে আসে শেষরাতে ঘুম ভাঙিয়েছিল কোনও এক পাখি, তার নাম জানা নেই। শুধু জানা গেছে সে এসেছিল পুবের জানলা ছুঁয়ে, হয়তো আগত আলো হয়ে (জ‍্যোতির্ময় মুখার্জি)

আলো শুনলেই,
‘আলো আমার আলো, ওগো আলোয় ভুবন ভরা’ (প্রভাত চৌধুরী)

ভুবন বলতেই মনে পড়ে গেল, কোনও একদিন রং মেখেছিল কেউ ভুবনডাঙ্গার মাঠে, যার পাড় ধরে হেঁটে গেল রবি একলা আলো পথে (জ‍্যোতির্ময় মুখার্জি)

ভুবন-কে ডাক দিলেই আমার চোখ দেখতে পায় ভুবনডাঙার মাঠ, যে মাঠ পেরিয়ে বর্ষাকাল আসে, বর্ষাকালের হাত ধরে বর্ষাতি আসে, বর্ষাতি খুলে ফেললেই অতিভুজ দিয়ে নেমে আসে সূর্যাস্ত ।

ভুবন -কে ডাক দিলেই বন থেকে বেরিয়ে  আসে একটি পাখি, যার পালকের রং সবুজ, কিন্তু ঠোঁটটি লাল । এখন সবুজ এবং লাল এই দুটি রং-কে যদি ১৪ বছর বনবাসের আদেশ দেওয়া যায় , তাহলে কবিতা থেকে মুছে যাবে একটি প্রায়ান্ধকার দীর্ঘ কবিতা ।

শুনে রাখো, তুমি যদি ভুবনডাঙার মাঠ থেকে রবীন্দ্রনাথের পায়ের দাগগুলি মুছে ফেলতে না পারো, তাহলে লক্ষ্যভ্রষ্ট হবে। (প্রভাত চৌধুরী)

২টি মন্তব্য: