ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

বিচ্ছিন্ন


বীতশোকগ্রস্থ জীবন.......সবারই
একে 'জীবন ' বলা কেন?
কেন স্থবিরতা নয়?
মৃত মেঘের সাদা পালকের ডানায় ভাসমান জীবন-----
এ কি স্থবির নয়?
বড় নিঃসঙ্গ আর একাকী নয়?
শিশিরস্নাত জোনাকির মত.....

নাগরিক যন্ত্রণাই তো আসলে বিচ্ছিন্নতা----
ছেঁড়া চিত্রকল্পের মতো,যার কাটা হাত....
একটা কাশ্মীরে তো অন্যটা আন্দামানে
পরস্পর স্পর্শহীন,স্পর্শকাতরতাহীন আর বিচ্ছিন্ন।
বন্ধ্যা হৃদয় তবে কিভাবে বাঁচবে?
কতটা বিষ সেবনে আরো---
আরো---আরো-----আরো----
বিষ ভোক্তা নীলকন্ঠ হবে......
অনন্ত অন্ধকারের কাছে,
নীরবে নীরবে ঢলে পরবে---
চিরকালীন প্রশান্তির কাছে........


 ...............  -------------------- অর্ঘ্য কমল পাত্র

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন