1.
নীল খাম
~~আঁখি সরকার রাই
নীল খাম
~~আঁখি সরকার রাই
তুমি বলনি ভালোবাসো,
এই চোখের নীচে কতো তুমি জমেছে?
না বলা কথাগুলো তোমায় ছুঁতে
বন্দি হবার নীল খামে কতো বার গেছে?
এই চোখের নীচে কতো তুমি জমেছে?
না বলা কথাগুলো তোমায় ছুঁতে
বন্দি হবার নীল খামে কতো বার গেছে?
যদি ভালোই বাসবে না
কেন চোঁখের কোণে জল দেখে তুমিও কেঁদেছো মিছে,
তোমার কি ইচ্ছে করে নি!
এই বুকে জমানো স্বপ্নগুলোকে আঁকি নীল খামের পিছে?
কেন চোঁখের কোণে জল দেখে তুমিও কেঁদেছো মিছে,
তোমার কি ইচ্ছে করে নি!
এই বুকে জমানো স্বপ্নগুলোকে আঁকি নীল খামের পিছে?
সফেদ জোৎস্নার ঢেউয়ে ভাঙা পূর্ণিমা
দেখে কি আমার কথা পরে না মনে?
প্রিয়ার উষ্ণ পরশে জুড়ছো নতুন ভাবে-
সেই উতলা নেই যেন সুপ্ত হৃদয় কোণে?
দেখে কি আমার কথা পরে না মনে?
প্রিয়ার উষ্ণ পরশে জুড়ছো নতুন ভাবে-
সেই উতলা নেই যেন সুপ্ত হৃদয় কোণে?
নীল খামের সেই চিঠি'টা বুঝি আছে পরে
ডাক বাক্সে বেনামী,
ইচ্ছে করলে বাক্সটা ভেঙে,
সেই নীল খামে আঁকা স্বপ্ন গুলো পড়ে নিও তুমি।
ডাক বাক্সে বেনামী,
ইচ্ছে করলে বাক্সটা ভেঙে,
সেই নীল খামে আঁকা স্বপ্ন গুলো পড়ে নিও তুমি।
ফ্লাস
জয়দেব মহন্ত
জয়দেব মহন্ত
তুমি তাই ভবো?
দেখো নি কি ,এই চোখের দিকে চেয়ে;
বিকেলের নিকেল কতোটা জড়ো করেছি
ঠিকানায় শুধু শুন্য রেখেছি ছেয়ে?
দেখো নি কি ,এই চোখের দিকে চেয়ে;
বিকেলের নিকেল কতোটা জড়ো করেছি
ঠিকানায় শুধু শুন্য রেখেছি ছেয়ে?
তোমার জন্য কতো জ্যোৎস্না মুঠো করে
দেবো বলে নক্ষত্র পতনে পা রাখি বারবার;
মার কাছে রাজকুমারীর গল্পোচ্ছলে তোমাকে বলেছি
না! আঁকাতে পারি না,তুলিও যে প্রেমিক তোমার।
দেবো বলে নক্ষত্র পতনে পা রাখি বারবার;
মার কাছে রাজকুমারীর গল্পোচ্ছলে তোমাকে বলেছি
না! আঁকাতে পারি না,তুলিও যে প্রেমিক তোমার।
তাই মনেই রেখেছি ছায়ানট হয়ে
বৃহস্পতি গন্ধ গা ছম ছম করলে
মোম থেকে সব নীল তুলে নিয়েছি।
বৃহস্পতি গন্ধ গা ছম ছম করলে
মোম থেকে সব নীল তুলে নিয়েছি।
শুধু এই চোখের কোণে কাজল আঁকবো বলে
তোমার ঠোঁট বেয়ে যে হাসি নামে তা স্বপ্নে আটকে রাখবো বলেই বৈষ্ণবী বিকেলে তুলসী রেখেছি।
তোমার ঠোঁট বেয়ে যে হাসি নামে তা স্বপ্নে আটকে রাখবো বলেই বৈষ্ণবী বিকেলে তুলসী রেখেছি।
তুমি ব্লক করলেও বাবার একাউন্ট থেকে
তোমার ওই হাসি খুঁজি রোজ ঘুমোনোর আগে
তবুও এই বেয়ারা হবার নেশা
তোমায় পেতে পথ পেড়িয়ে পথের পিছন ভাগে।
তোমার ওই হাসি খুঁজি রোজ ঘুমোনোর আগে
তবুও এই বেয়ারা হবার নেশা
তোমায় পেতে পথ পেড়িয়ে পথের পিছন ভাগে।
ভাই অসাধারন, অপূর্ব
উত্তরমুছুনবাহ্ বেশ
উত্তরমুছুনঅসাধারণ😍
উত্তরমুছুনঅপূর্ব
উত্তরমুছুনKhub vlo laglo...
উত্তরমুছুনখুব ভালো লেগেছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনValo lagce
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুনঅনবদ্য লেখনী
উত্তরমুছুনঅপূর্ব
উত্তরমুছুনবাহ কলম চলুক।
উত্তরমুছুনঅসাধারন একটা লেখা,
উত্তরমুছুনঅসাধারণ. ....
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুনValo
উত্তরমুছুনভালো লাগছে
উত্তরমুছুনঅসাধারণ লেখা
উত্তরমুছুনঅনেক ভালো লেগেছে...
উত্তরমুছুনখুব সুন্দর হয়েছে
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনNil kham kobita ti osadharon.flash o valo.vasar babohar khubi sundor.erokom aro kobita amra chai......
উত্তরমুছুনKhub valo asadharo very good
উত্তরমুছুনঅনবদ্য লেখনী, খুব ভালো হয়েছে
উত্তরমুছুনঅপূর্ব
উত্তরমুছুনঅপূর্ব
উত্তরমুছুনখুব ভালো হয়েছে
উত্তরমুছুনখুব ভালো হয়েছে
উত্তরমুছুনখুব ভালো হয়েছে
উত্তরমুছুনঅসামান্য ভাবনার উন্মেষ।
উত্তরমুছুন♥️♥️♥️
দারুন
উত্তরমুছুনএখানে খুব ভালো লাগলো
উত্তরমুছুনNice
উত্তরমুছুনচমৎকার লেখনী
উত্তরমুছুনঅনবদ্য লেখনী
উত্তরমুছুন