ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

মৃত‍্যুঞ্জয়ী মহানায়ক

                       বিপ্লব গোস্বামী
                       ৮ মাঘ ১৪২৫

মৃত‍্যুতো মানুষের হয়
দেবতার নয় ,
মানব হয়ে তুমিই কেবল
মৃত‍্যু করিলে জয়।
প্রণাম মৃত‍্যুঞ্জয়।।

এক নয়, এগারো বার
করলে কারাবাস ;
আপোস বিহীন করলে লড়াই
হয়নি কভু দাস।

বলেছিলে স্বাধীনতা দেব
আমায় দাও রক্ত ;
স্বার্থান্বেষী সব দেয়নি সাড়া
ফিরিঙ্গীর যত ভক্ত।

অকুতোভয়ে গড়লে তুমি
আজাদ সেনার দল ;
অস্ত্র হাতে বজ্র নাদে
চলরে দিল্লী চল।

তোমার ভয়ে ফিরিঙ্গী সব
ছাড়লো ভারত ভূমি ;
তুমি কেবল ফিরলে না আর
বড্ড অভিমানী।

তিন খণ্ড আজ ভারত ভূমি
এই অভিমান মনে ;
আড়াল হতে দেখছো সবই
ঘরে না ফিরার পণে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন