ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

নদী প্রেমিক
দীপশিখা চক্রবর্তী

সে ভীষণ নদী প্রেমিক,

জলের স্পর্শকাতর ভাষায় তাকে অস্থির হতে দেখেছি বহুবার;

চোখে বন্দী করতে দেখেছি পরিযায়ী পাখিদের স্বস্তির নিঃশ্বাস,

হারিয়ে যাই-
নীল-সাদা রঙের বর্ণমালায় আঁকা ক্যানভাসে,

ছুঁতে চাই দূর থেকেই,

কখনো জল শব্দ ঝরিয়ে চলে একমনে;

শিউরে ওঠে সংযম;

হঠাৎ অনভ্যস্ত বাতাসের মাত্রাহীন নেশা ছুঁয়ে ছুঁয়ে যায়,

বেশি কিছুই বুঝি না,

শুধু এক নীরব আচ্ছন্নতা হস্তাক্ষর করে যায় আমার চিলেকোঠার একলাঘরে;

আর আমি,

আনমনা হয়ে লিখে যাই -

কলম আর ছবির রোদ-ঝরানো জলকাব্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন