আমার আমি
লেখিকাঃ-মুনমুন মুখার্জ্জী
আমি স্বাধীন, আমি মুক্ত,
কিন্তু লোহার মত অতি শক্ত।
আমি সহজ, আমি মিশুকে,
কিন্তু সুযোগ দিই না কাউকে।
আমি চঞ্চল, আমি হাসিমুখ,
কিন্তু ভুলি না অপমানের দুখ।
আমি দুর্জয়, আমি দুর্বার,
কিন্তু ভুল স্বীকার করি শ'বার।
আমি খোলা পাতা, বলি কত কথা,
কিন্তু লুকাবো যত মনের ব্যথা।
আমি দিলখোলা, আমি মনভোলা,
কিন্তু মনের সাথে করি না খেলা।
আমি ভালোবাসি, নেই সংশয়,
কিন্তু হতে পারি আমি নির্দয়।
আমি ধীর, আমি শান্ত,
কিন্তু বিপদে আমি অশান্ত।
আমি বিনয়ী, আমি ভদ্র
কিন্তু অন্যায় দেখলে অভদ্র।
আমি হাসি, আবার হাসাই,
কিন্তু আমাকে কাঁদালে কাঁদাই।
আমি বুঝি, অন্যকে বোঝাই
কিন্তু নিজেই ধৈর্য্য হারাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন