নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ১৮ মার্চ, ২০১৯

Google issue



কবি মুনমুন মুখার্জ্জী। ১৯৭৩ সালের ১৯ শে জুলাই ইস্কো কারখানার জন্য বিখ্যাত বার্ণপুর শহরে জন্ম। ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে লেখালেখি করলেও লজ্জা সংকোচে কোনোদিন তা প্রকাশ করেননি। বর্তমানে বার্ণপুরের আমবাগান তেঁতুলতলা(পশ্চিম বর্ধমান)র গৃহবধূ। মেয়ে কোলকাতাতে পড়াশুনা করায় একাকিত্ব কাটানোর জন্য এখন ফেসবুকে লেখালেখি করেন। সাথে সমাজের বঞ্চিত পরিবারের শিশুদের এবং একটি অ্যাবনরম্যাল ছেলেকে ন্যূনতম পারিশ্রমিকের বিনিময়ে পড়ান। মেয়ে তানেয়া এবং স্বামী সুরজিৎ সব সময় সব ব্যাপারে উৎসাহ দেন। 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন