মিলন
তোমার সৃষ্টির নির্যাসের প্রতিটি ফোঁটা
হোক
আমার সৃষ্টি রসের উল্লাস!
তুমি আমি এক,
আর
এই একের মাঝে আছে
আমাদের সৃষ্টি--
সারা পৃথিবীর রহস্য।
তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশুক
আমার নিগূঢ় অস্তিত্ব,
আমার নির্ভেদ্য ঘরের দেওয়ালে আসুক
অসংখ্য ফাটল,
আমার রক্তে মিশুক তোমার
অসংখ্য সৃষ্টি বীজ— তোমার
এ সৃষ্টি অনাদিকালের,
সময়ের আগে, সময়ের পরে
ছায়াপথ ধরে হেঁটেছে
অনন্তকাল!
আমি ভাঙতে চাই
তোমার সৃষ্টির প্রখরতার কাছে।
আমাকে বন্দি রাখো
সেই আদিম মুক্তোর মতো
তোমার নীল পানীয়ের কাপে, কিংবা
নীল নদের বুকে অন্ধকারে আটকে থাকা
তারার ঝাঁকের মতো!
তুমি আর আমি মিশে যেতে পারি —
তোমার সৃষ্টির আনন্দ
আমাকে ভেঙে আনুক
নতুন নক্ষত্র.....
কস্তুরী
তোমার সৃষ্টির নির্যাসের প্রতিটি ফোঁটা
হোক
আমার সৃষ্টি রসের উল্লাস!
তুমি আমি এক,
আর
এই একের মাঝে আছে
আমাদের সৃষ্টি--
সারা পৃথিবীর রহস্য।
তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশুক
আমার নিগূঢ় অস্তিত্ব,
আমার নির্ভেদ্য ঘরের দেওয়ালে আসুক
অসংখ্য ফাটল,
আমার রক্তে মিশুক তোমার
অসংখ্য সৃষ্টি বীজ— তোমার
এ সৃষ্টি অনাদিকালের,
সময়ের আগে, সময়ের পরে
ছায়াপথ ধরে হেঁটেছে
অনন্তকাল!
আমি ভাঙতে চাই
তোমার সৃষ্টির প্রখরতার কাছে।
আমাকে বন্দি রাখো
সেই আদিম মুক্তোর মতো
তোমার নীল পানীয়ের কাপে, কিংবা
নীল নদের বুকে অন্ধকারে আটকে থাকা
তারার ঝাঁকের মতো!
তুমি আর আমি মিশে যেতে পারি —
তোমার সৃষ্টির আনন্দ
আমাকে ভেঙে আনুক
নতুন নক্ষত্র.....
কস্তুরী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন