ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

দুজন কলম একসাথে


""সেই তুমি""
               -অতনু মন্দাকিনী হালদার,
               

যা কিছু আমার ছিলো,যা কিছু আপন
একেবারে ব্যক্তিগত মৃগয়া ভূমি,
যা কিছু আমার আছে, যা কিছু আলো
তুমি সেই- "সেই তুমি"!
সেই তুমি,
কোনো এক ধ্রুবতারার নীলাভ সুখস্বপ্ন
যা দেখেছিলাম একদিন
রক্তে ভেজা গোলাপে শুয়ে ৷
সেই তুমি,
কোনো এক বালিশ ভেজা কান্না
চার দেওয়ালের ঘেরাটোপে
যা ভিজিয়েছিলো বিবাগী আবেগ ৷




হ্যা-"সেই আমি"!
------------বনানী পাল
সেই আমি,
তোমার অন্তরাত্মার অন্তর্যামী,
সেই আমি,
যে সমস্ত জগৎ পিছনে ফেলে
আঁড়াই হাত মাটির তলায়
ঘর বাঁধতে রাজি-"শুধু তোমার সাথে"!
"শুধু তোমায় ভালোবেসে"!
সেই আমি,
সরল,মায়াবী,জ্যোৎস্না স্নাত,
একান্ত তোমার !
শুধুই তোমার "লীনা"!!'

২টি মন্তব্য: