ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯



জীবন-যুদ্ধ-কানামাছী -২

           - স্নে হা  ঘো ষ

প্রত্যয় যোগ
কালোডরে ভবিষ্যতের গাঁটছড়া
বাঁকা কাস্তের ডগাই জীবনঢালা বাপের ছেলে
ধান চিনতে চাইছে কই ?
কয়েক আঁটি খড় মাথায় ক'রে এনে
উঠনময় ছড়িয়ে রেখে
আধসেদ্ধ ধানের গন্ধ টান টান ভরে নেই
মনসাতলাই গড় করে
পেটে দুকলম 'ক-খ' চাই..

চেয়ারের ওপর বুদ্ধিজীবী
পা দোলায়
দেওয়াল ঘড়ি সময় জড়িয়ে
শিঁকড় সমেত অতীত উপড়ে ফেলে
চিরদিন পিঠে হাত-ছুরি বুলিয়ে
অত্যাচারী আদর কষা ইতিহাস
পেটে 'ক-খ' এর প্রয়োজন

কাঁকড়ার ছা যেভাবে কুঁড়ে কুঁড়ে খাই শরীর
মৎস্যন্যায়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন