নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯



শ্রেষ্ঠচুম্বন

একটা দৃশ্যয়মান ঘুম
তারপর...
স্বপ্নে জাবর কাটতে থাকা...
তুমি বহুদিন ভেবেছ ,
ঠিক আমারই মতো।
তন্দ্রাচ্ছন্ন শান্ত শরীর
কতবার অজ্ঞানে আঁকড়ে ধরেছ,
আলতো করে ছাড়িয়ে দিতে গিয়ে
আটকে গেছে হাত।
শান্ত শিশুর মতোই সরল
দু'টো ঠোঁট ছুঁয়ে গেছে কপাল
যেন পরমপুরুষ
উন্মাদ করেনি তো তারা।
জানান দেয়নি, দিতে নেই যে
আগলে রাখা শুধুই
মোহময়, কী নিবিড় করে তোলে
বারবার...
তাই গুনে দেখিনি আজও
আজও আমাদের শ্রেষ্ঠ চুম্বনগুলি!

------------বৈশাখী গোস্বামী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন