ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

কাকতাড়ুয়ার জন্য তুমি, আমার জন্য তুমিই শুধু


কাকতাড়ুয়ার জন্য তুমি, আমার জন্য তুমিই শুধু 

____________________ সুদীপ্ত সেন(ডট.পেন)

কাকতাড়ুয়া খবর দিল
খবর দিল ভোরের পাখি
তবুও আমার স্পর্ধা শুধুই
ফেসবুকেতেই বজায় রাখি।

বাংলা তোমার পছন্দ খুব
আঁচড়াওনি চুল চিরুনি
শব্দে তোমায় চুম্বন খাই
তোমার বাড়ি তাও চিনিনি।

রান্নাবাটি স্বাদের জাপান
ককরো তোমার বেশ গুছানো
কাকতাড়ুয়ার জন্য চিনি
দেশে ফেরার খবর আনো।

লোকে তোমায় কবি বলে
আমি তোমায়  বলি মানুষ
শুধু তোমায় দেখব বলে
অধীর হয়ে হচ্ছি ফানুস।

যার বুকের ভেতর প্রচুর কথা
জমছে গায়ে ফুদকি বসে
কাকতাড়ুয়াও ভাবছে যেমন
ইচ্ছে করেই তারা খসে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন