ব্যবধান
------------
হৃদয়ের ডাকবাক্সটায় ধুলোর আস্তরণ।
মন-পিওন বহুদিন খোঁজ করে নি চিঠির!
সে জানে, রঙীন আবেগে মুড়ে,
ভালোবাসার বার্তারা আর আসবে না।
মৃত সম্পর্কের স্মৃতিস্তম্ভরা প্রশ্নচিহ্নখচিত।
কোনো কোনো প্রশ্নের উত্তর তুমি জানতে।
আবার কিছু প্রশ্নেরা, প্রশ্ন হতে চায় নি!
যেমন কোনো উত্তরও অন্তরালেই স্বস্তি খোঁজে।
নির্ঘুম রাতের আকাশে তাকিয়ে দেখি,
নক্ষত্ররা উত্থান-পতনের কাহিনি বোনে।
তারাখসা জীবনের মতোই ভালো আছি,
তোমার আমার ভালো থাকার ব্যবধানে!
********
পাপিয়া মণ্ডল
------------
হৃদয়ের ডাকবাক্সটায় ধুলোর আস্তরণ।
মন-পিওন বহুদিন খোঁজ করে নি চিঠির!
সে জানে, রঙীন আবেগে মুড়ে,
ভালোবাসার বার্তারা আর আসবে না।
মৃত সম্পর্কের স্মৃতিস্তম্ভরা প্রশ্নচিহ্নখচিত।
কোনো কোনো প্রশ্নের উত্তর তুমি জানতে।
আবার কিছু প্রশ্নেরা, প্রশ্ন হতে চায় নি!
যেমন কোনো উত্তরও অন্তরালেই স্বস্তি খোঁজে।
নির্ঘুম রাতের আকাশে তাকিয়ে দেখি,
নক্ষত্ররা উত্থান-পতনের কাহিনি বোনে।
তারাখসা জীবনের মতোই ভালো আছি,
তোমার আমার ভালো থাকার ব্যবধানে!
********
পাপিয়া মণ্ডল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন