নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

এখানে বসন্ত নীল

হিরেফুল কানের লতিতে, রাধিকার কদম ভূষণ !
কলাপাতা শাড়িটির পাড় ছুঁয়ে – তিরতিরে নদী। মোহনবাঁশিটি হাতে নীল ছেলে, বাঁধের ওপর
ডাক দিলে ;
ভেসে যাবো আজও !
গুঁড়ো ঢেউ চাঁদের আলোয়,
সাঁতারু স্বপ্ন খেলে যায় ―

যে বসন্ত আসেনি কখনো,
তার নীল রাতমোহনায়...

পারমিতা ভট্টাচার্য ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন