ভালোবাসার ব্যবচ্ছেদ
***********
ভালোবাসার মৃত্যু হয় না/
পাপিয়া মণ্ডল
------
একদিন অবজ্ঞায় ফিরিয়েছিলে ভালোবাসাকে।
তোমার দেমাকি মন, মুছেছিল তার সব রঙ।
ভেবেছিলে সব শেষ করছো খুব সহজেই,
ভালোবাসার মায়াজাল বাঁধতেও পারে নি তোমায়!
কিন্তু, কোন এক একলা দুপুরে কিংবা নিদ্রাহীন রাতে
গোধূলি -রঙা, দুফোঁটা অশ্রু আলটপকা ঝরে পড়বে,
তোমার কোঁচকানে গালে উষ্ণতার পরশ ছুঁইয়ে।
তখন বুঝবে তুমি, "ভালোবাসার মৃত্যু হয় না!"
কে বলে ভালোবাসার মৃত্যু হয় না?/
শ্রাবণী নায়েক
-------
আমি রাস্তার ধারে ভালোবাসার লাশ পড়ে থাকতে দেখেছি,
দেখেছি নিথর শরীর, আধখোলা চোখ ;
উর্দ্ধে স্থির।
অগণিত মাছির শোক জ্ঞাপন,
পিঁপড়ের ভোজসভা পচা লাশ ঘিরে।
নেই কোনো ফুল সাজানো গাড়ি, মালা, চন্দন, নেই ক্রন্দন, নেই স্তব্ধতা,
নেই অন্তেষ্টিক্রিয়ার বাহার।
হয়তো অনিবার্য পরিণতি তার,
ঠাঁই পায় প্রকৃতির অন্দরে ; নিশ্চুপ, নীরবে।
অমরতার আশির্বাদ মিথ্যা হয়ে যায়,
বিশ্বাসহীন খঞ্জরের তীব্র আঘাতে।
মৃত্যুর কোলে শায়িত হয় ভালোবাসা।
ওই দিকে,
জয়ের দামামা বাজে উৎসবের আবেশে,
ফুল, চন্দন বর্ষিত হয়-
অপ্রেমের আঁতুড় ঘরে।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএক নতুনত্বের স্বাদ।দারুন উদ্যোগ জলফড়িং ।শুভেচ্ছা প্রিয় কবি দ্বয়💐👌
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ দাদা
মুছুনখুব সুন্দর লেখা
মুছুনঅনেক ধন্যবাদ
মুছুনখুব ভালো লাগলো
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনস্বতন্ত্র প্রয়াস। দুই কবিকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।জলফড়িং এর এই উদ্যোগ কে সাধুবাদ।দুই কবি তাদের বক্তব্যকে সুন্দর ভাবে প্রতিষ্ঠা করেছেন।ভাষা ও শব্দ চয়ন ও অনবদ্য।
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতেও এইভাবেই প্রেরণা দেবেন।
মুছুনখুব সুন্দর লেখা।। ভালো লাগলো।
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ।
উত্তরমুছুনKhuub ii valo laglo..
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
উত্তরমুছুনBah chomotkar
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনBah darun.
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
মুছুনঅনবদ্য। ভালোবাসা বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে কবিতার লড়াই সুখপাঠ্য ও উপভোগ্য। এককথায় লা জবাব।
উত্তরমুছুনঅনুপ্রাণিত হলাম। অনেক ধন্যবাদ
মুছুনkhub vlo
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ
মুছুনঅনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভালো লাগলো কবিতা পড়ে।
উত্তরমুছুনBesh Adhunik
উত্তরমুছুনধন্যবাদ
উত্তরমুছুনVison sundor...onobodyo....
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনঅনবদ্য
উত্তরমুছুনখুব ভালো
উত্তরমুছুনKhb vlo lekhata
উত্তরমুছুনKhub sundor
উত্তরমুছুনVery nice
উত্তরমুছুনবেশ নতুনত্ব আছে।
উত্তরমুছুনভালো লাগলো
উত্তরমুছুনখুব ভালো লাগলো।
উত্তরমুছুন