ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ৮ মার্চ, ২০১৯

দুজন কলম একসাথে


ভালোবাসার ব্যবচ্ছেদ
***********

ভালোবাসার মৃত্যু হয় না/
 পাপিয়া মণ্ডল
 ‎------
একদিন  অবজ্ঞায় ফিরিয়েছিলে ভালোবাসাকে।
তোমার দেমাকি মন, মুছেছিল তার  সব রঙ।
ভেবেছিলে সব শেষ করছো খুব সহজেই,
ভালোবাসার মায়াজাল  বাঁধতেও পারে নি তোমায়!

কিন্তু, কোন এক একলা দুপুরে কিংবা নিদ্রাহীন রাতে
গোধূলি -রঙা, দুফোঁটা অশ্রু আলটপকা ঝরে পড়বে,
তোমার কোঁচকানে গালে উষ্ণতার পরশ ছুঁইয়ে।
তখন বুঝবে তুমি, "ভালোবাসার মৃত্যু হয় না!"
                       
     
     


     

কে বলে ভালোবাসার মৃত্যু হয় না?/
      ‎শ্রাবণী নায়েক
      ‎-------

     ‎আমি রাস্তার ধারে ভালোবাসার লাশ পড়ে থাকতে দেখেছি,
দেখেছি নিথর শরীর, আধখোলা চোখ ;
উর্দ্ধে স্থির।
অগণিত মাছির শোক জ্ঞাপন,
পিঁপড়ের ভোজসভা পচা লাশ ঘিরে।
নেই কোনো ফুল সাজানো গাড়ি, মালা, চন্দন, নেই ক্রন্দন, নেই স্তব্ধতা,
নেই অন্তেষ্টিক্রিয়ার বাহার।
হয়তো অনিবার্য পরিণতি তার,
ঠাঁই পায় প্রকৃতির অন্দরে ; নিশ্চুপ, নীরবে।
অমরতার আশির্বাদ মিথ্যা হয়ে যায়,
বিশ্বাসহীন খঞ্জরের তীব্র আঘাতে।
মৃত্যুর কোলে শায়িত হয় ভালোবাসা।

ওই দিকে,
জয়ের দামামা বাজে উৎসবের আবেশে,
ফুল, চন্দন বর্ষিত হয়-
অপ্রেমের আঁতুড় ঘরে।                       ‎

৩৪টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. এক নতুনত্বের স্বাদ।দারুন উদ্যোগ জলফড়িং ।শুভেচ্ছা প্রিয় কবি দ্বয়💐👌

    উত্তরমুছুন
  3. স্বতন্ত্র প্রয়াস। দুই কবিকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।জলফড়িং এর এই উদ্যোগ কে সাধুবাদ।দুই কবি তাদের বক্তব্যকে সুন্দর ভাবে প্রতিষ্ঠা করেছেন।ভাষা ও শব্দ চয়ন ও অনবদ্য।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভবিষ্যতেও এইভাবেই প্রেরণা দেবেন।

      মুছুন
  4. খুব সুন্দর লেখা।। ভালো লাগলো।

    উত্তরমুছুন
  5. অনবদ্য। ভালোবাসা বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে কবিতার লড়াই সুখপাঠ্য ও উপভোগ্য। এককথায় লা জবাব।

    উত্তরমুছুন
  6. অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ভালো লাগলো কবিতা পড়ে।

    উত্তরমুছুন
  7. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  8. বেশ নতুনত্ব আছে।

    উত্তরমুছুন
  9. খুব ভালো লাগলো।

    উত্তরমুছুন