কবিতা - তাহাদের গাথা
১.. বর্ণালী মুখার্জী
কি লিখবো কবি?
সুচারু প্রস্তাবে
এসেছে বসন্তদিন
পল্লবহীন
পলাশের ডাল
প্রবালে তোলপাড়।
দূরে একা চাঁদ
আবিল জোছনা
কবি ,তার কথা
কখনও ভাবো না।
মেয়েটি জেনেছে।
মেয়ে মানে নদী
বসতি অবধি
ঢেউ ভাঙে রোজ
ঝিনুকের খোঁজ
তুমিও করেছো?
২.. নিলয় নন্দী
মেয়ে মানে নদী
চাঁদ নির্বাসন
বিপন্নতা দিগন্ত অবধি।
কবি তো ভবঘুরে
নিবিড় যোগাযোগ
বালি তো ডুবে যায়
ঢেউ ও ভাঙে রোজ।
মেয়েটি জেনেছে
প্রবাল এপিটাফ
কবিও লিখে চলে
চিঠি বা প্রস্তাব
নদীর নাম সুবর্ণ
কবির নাম অন্তরীপ
সব মায়াই কি প্রপঞ্চ?
৩.. বর্ণালী মুখার্জী
কি লিখবো কবি!
আজ
দোসরা ফাল্গুন?
অথবা তেসরা
সরে যায় দিন
স্তিমিত আগুন,
শেষ শীতে কারা
জ্বালিয়েছে পুঁজি
তোমাকেই খুঁজি
ফিরে গেল কারা?
আজ কি দোসরা??
৪.. নিলয় নন্দী
ফিরে গেছে তারা
কবিতা প্রহরা
তারিখ উদাসীন
আজই দোসরা?
এভাবে চিরায়ত
নদী বা মেঘদল
কবি ও ছুঁয়ে যায়
কবিতা সম্বল।
দুই প্রিয় কবির যুগলবন্দী।এই ফাল্গুন আরো প্রখর হোক।
উত্তরমুছুনসুন্দর হয়েছে। তবে ভবঘুরে কবি যদি প্রেমে পড়ে সে প্রেমের ইন্টেন্সিটি অনেক বেশী হয় বলে আমার ধারনা । নিলয় দার কলমে আরো বেশী স্বতঃস্ফূর্ত আবেগের সংযত প্লাবন আশা করি।
উত্তরমুছুনঅভিভূত
উত্তরমুছুনExcellent
উত্তরমুছুনলাগলো বেশ
উত্তরমুছুন