ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ৩১ মার্চ, ২০১৯

উন্মচন
অরূপ ।

মনের ভেতর কত যে দেরাজ ।
যেনো কোনো হাজার দুয়ার;
কোনটা যে মুখ কোনটা মুখোশ, তা চিনতেই সময় শেষ।
অনেক ই আছে স্মৃতির ফলক,কোথাও আবার  বিস্ফরোক।
কাছের তুমি ভাবছ যাকে , মেপে দেখো সে কতো টা কাছে,

দাঁড়ায় সবাই হাসি মুখে , কার কতো হসি আছে ?
পলি পড়েছে মনের মাঝে,সবাই তো ধোয়া ই দেখে,
মৃতদেহ পড়ে আছে;শহরের ঐ প্রান্ত শেষে;
পোড়া দগদগে ঘা এর গন্ধ আসে।
অন্তর দিয়ে যে সম্পর্ক ভাবে, গল্প শেষে সেই তো ফ্যাকাশে ।

শ্রীজিত্ দাদার  ভিঞ্চি দা সিনেমা থেকে অনুপ্রাণিত

২টি মন্তব্য: