বসন্তউৎসব
রঙ মাখো ছাদ কার্নিশ,
মাখো রঙ আমার দেওয়াল
রঙ দেবো সাইকেল কাকু-
দেবো রঙ বসন্তকাল।
রঙ দেবো চুপিচুপি তাকে
লুকিয়ে রাঙাবো তার গাল
চিনবে না কেউ আজ তোকে-
ওড়ে রঙ বসন্তকাল।
রঙ দেবো রাস্তার ধুলো
ভেঙে যাক নিয়মের জাল
কচিঘাস মুখ হাতে হাত-
রঙ দিক বসন্তকাল।
দেবো রঙ একলা যে বসে
রঙ দাও ছোট-বড় গাল
রঙ দেবো বোন-মাসি-পিসি-
মাখো রঙ বসন্তকাল।
©সৌরভ চক্রবর্ত্তী
Amar ek sohokarmi ke tor ei lekha ta kal porechilam. Amar mobile e jeta chilo. Ta oi Babu bollo lekha ta Joy Goswami er pagli pattern er moto. Ami eto pattern bujhi Na jodio. Tobe amar ekhane comment korte valo lagche. ASA kori pore roo likhte parbo...
উত্তরমুছুন