ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

কথার পিঠে কথা

     ♥| কথার পিঠে কথা |♥


            



♦আজাহারুল ইসলামের জন্ম ১৯৯৭ সালের ২১ শে ডিসেম্বর জন্মস্থান মুরারই;বীরভূম জেলা।
পিতা আসমারুল ইসলাম আর মাতা আয়েশা সিদ্দিকা♦
   -----------------ঃ--------------------
 জলফড়িং ওয়েব ম্যাগের পক্ষ থেকে তোমাকে প্রথমেই জানায় নমস্কার, আমরা কৃতজ্ঞ তুমি আমাদের সময় দিয়েছো বলে।

~আজাহারুল:-জলফড়িং এর সাথে কথা বলার সুযোগটা এই কারণেই গুরুত্বপূর্ণ,
কারণ,
জীবনে প্রথম সাক্ষাৎকার দিচ্ছি,
আর তোমাদের নবীনদের জন্য যে প্রয়াস,
তার জন্য সাধুবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা নিও

১.) জনপ্রিয় ফেসবুক কবি আজাহারুল ইসলাম, যার নাম সমাজ জানেনা, জানেনা কোনো সম্মানী পত্রিকা যেমন দেশ বা কৃত্তিবাস!
জানে তোমার জন্মস্থান মুরারই? সেই বা কতটা জানে?

উ:-দেখুন, নিজেকে জানানোর জন্য সাহিত্য চর্চা করেছি, তা নয়,
এখন হয়তো সেই ধরনের মানুষ কিছু পায় নি আমার থেকে, আর মুরারই এর ব্যাপ্তি সেইরকম না, তবে আমার বিশ্বাস আমরা কয়েকজন এই  অঞ্চলের মানুষের গৌরব হতে পারবো। তাছাড়া সুনীল গাঙ্গুলীও কিন্তু মুরারই এসছেন, সেই তুলনায় মুরারই কেউ চেনে না তা নয়(😄)



২.) কত বছর বয়স থেকে লেখার জগতে এলে?

উ:- এই সবেই শুরু, পাঁচ বছর,
ছোট থেকে যা লিখতাম, ও সবটা রবীন্দ্রনাথের ভাষায় 'অশান্তি' ছাড়া কিছু না!🙂


৩.) বাড়ির চাপ থাকে লেখার ক্ষেত্রে?

উ:-৩. সেই রকম না, তবে ধর্ম নিয়ে লিখলে, মা একটু ভয় পায়!🙂


৪.) শুনলাম তোমাকে ধমকি দেওয়া হয়েছিল, কতটা ভয় পেয়েছিলে তুমি?

উ:- হ্যাঁ, বাংলাদেশের কিছু মৌলবাদী, ভয় তো পেয়েছি,
কিন্তু হেরে যাই নি, ওরা ওদের মতামত দিয়েছে, মৌলবাদ তো প্রগতিশীলতার বিপক্ষে,
ওসব নিয়ে ভাববার সময় নেই।


৫.) তোমার কলমের তেজে বারবার দেখেছি ধর্মের প্রতি তোমার নিন্দা, মনে হয়নি এসব করলে ধমকি আসাটা জরুরি?

উ:-যারা আস্তিকতায় বিশ্বাসী তাদের কাছে আমার ভালোবাসা আছে, এখন সত্যি বলতে গেলে তো কোপ খেতে হয়ই,
এসব নিয়ে ভাবিনি!


৬.) তোমার মনে হয় তোমার লেখায় শ্রীজাত স্পর্শ আছে?

উ:-একদমই, তবে চেষ্টা করি, একটু ভিন্ন ধারার লেখা লিখতে😃


৭.) এখন অবধি কোনো বই করতে পারোনি নিজের, শোনা গেছে খুব তাড়াতাড়ি হবে, সেটা নিয়ে একটু যদি বলো?

উ:- বই প্রকাশের কাজ চলছে, সময় হলেই জানাবো


৮.) লেখার  ইন্সপিরেশন কে?

উ:-ইন্সপিরেশন, বাংলাদেশের একজন ব্লগার, নাম বলছি না,
নিষেধ আছে


৯.) বাহান্ন তীর্থের শরীর হঠাৎ লিখতে গেলে কেন?

উ:-সুনীলের নীরা কবিতাটি পড়েছিলাম, ওটায় এর কারণ, তবে কবিতা দুটি শর্ত ধারা একদমই আলাদা।


১০.) আজাহারুল ইসলাম একজন
সম্পাদকও। আমরা দেখেছি খোলা ডায়রি নামে একটা ওয়েব ম্যাগ চলে তোমার সম্পাদনায়। শুরুটা কীভাবে যদি একটু বলো।

উ:-বাংলাদেশের নাবিল দা, হঠাৎ বলে,
প্রথমে সহ-সম্পাদকের ভূমিকা পালন করতাম, তারপর সম্পাদনার কাজ, তবে এখন একটু টেকনিক্যাল কারণে বন্ধ আছে


১১.)তোমার লেখার বেশির ভাগ ক্ষেত্রে চুমু শব্দটা দেখা যায় এবিষয়ে তুমি কী বলবে?

উ:- চুমু খেতে ভালবাসি, তাই😂


১২.) খোলা ডায়রি এখন বন্ধ, একটা এতো জনপ্রিয় ব্লগ যার এক মিলিয়ন ভিউয়ার সেখানে দাঁড়িয়ে এই বিরহটা তোমার চোখে বা তোমার কাছে কী প্রভাব ফেলেছে?

উ:-দেখুন বন্ধ না, একটু রেস্টে রয়েছি।

ঠিক খুলবো!!



১৩.) সম্পাদক নাকি কবি কোনটাতে স্বাচ্ছন্দ্য বেশি, বলে মনে করো?

উ:-কোনোটিই না, এখন শ্রমিকদের ভূমিকায়


১৪.) বেশির ভাগকেই বলতে দেখি শ্রীজাত-র কবিতা নাকি অনেকই উপেক্ষা করে তোমার কী মনে হয়?

উ:-দেখুন সবকিছুই যে গ্রহনযোগ্য তা নয়, যারা উপেক্ষা করার করবেই,
তবে, শ্রীজাত অপেক্ষার বিষয়, উপেক্ষার নয়।


১৫.) তোমার পোস্টে অনেক সময় সুদীপ্ত সেন বলে একটি ছেলে শ্রীজাত দা বলে, রহস্য আছে কিছু??

উ:-দেখুন উনি সুদীপ্ত সেন নয় সম্ভবত অনুপম রায়😄, আপনি ভুল তথ্য দিচ্ছেন😆


১৬.) আজাহারুলের কলম ফেসবুকে জনপ্রিয়, এ সম্পর্কে তোমার মায়ের বা বাবার কিরকম ফিলিংক্স , কোনোদিন কিছু শেয়ার করেননি তাঁরা?

উ:-মা বাবা খুব একটা যে খুশি তা নয়,
ওরা বেশ ভয় পায় আমায় নিয়ে



১৭.) প্রতিদিনই লেখো নাকি ওয়েট করো?

উ:-ওয়েট করি, কিন্তু লিখতে তো হয়,
ঘটনা নির্ভর লেখা লিখি তাই,
বিশ্রাম নেই খুব একটা


১৮.) ধরো তোমার কাছ থেকে কলম, স্মার্টফোন, খাতা মানে লেখার সামগ্রী কেড়ে নেওয়া হলো, কী করবে?

উ:-চাকরির জন্য পড়াশোনা করবো,
গ্রুপ ডি😆😆


১৯.) কোনো একটা সাহিত্যের অনুষ্ঠানে তুমি প্রথম লেখা পড়ছো আর অনুষ্ঠান শুরু করছো। নিজের লেখা পড়লে না, যদি তোমাকে দেওয়া হয় দুটো অফশন ১.) শ্রীজাত-র লেখা ২.) জয় গোস্বামীর লেখা। কোনটা তুলবে আজাহারুল!

উ:- শ্রীজাত দার পড়বো,
কিন্তু ঐ অনুষ্ঠানের আগের অনুষ্ঠানে জয় গোস্বামীর কবিতা আবৃত্তি করবো


২০.)ভবিষ্যৎ-এ তোমার প্ল্যান?( লেখালেখি বিষয়ক)

উ:- একটা সংগঠন করবো,বিশ্বভারতী সাহিত্য পরিষদ,শান্তিনিকেতনেই,যদি অনুমতি পাই



       সব ভালোবাসা আজাহারুলের

১.) প্রিয় খাবার:- বিরিয়ানি

২.) প্রিয় পোশাক:- পাঞ্জাবি টি শার্ট আর একটা প্যান্ট

৩.) প্রিয় গান ও গায়ক :- তুমি রবে নীরবে, অরিজিৎ

৪.) প্রিয় রঙ:- বেনিআসহকলা

৫.) প্রিয় কবি ও কবিতা:- রবীন্দ্রনাথ, বিদ্রোহী

৬.) নিজের লেখা প্রিয় কবিতা:- ৫২ তীর্থের শরীর

৭.) এখন অবধি তোমার লেখার সংখ্যা:- ২০৪

৮.) তোমার চোখে রবীন্দ্রনাথ :- ঈশ্বর

৯.) তোমার কাছে প্রিয় ফেসবুক কবির নাম:-        শ্রীজাত

১০.) রাত্রি প্রিয় নাকি দিন :- রাত দুপুর


                ♥ শেষ চুমুক ♥

তোমরা বন্ধু, সহকর্মী, নেই কোনো, সেলাই করা ঋণ,

এগিয়ে দেওয়া, পাশে থাকা, ভালোবাসার নামই জলফড়িং
          - আজাহারুল ইসলাম

-------------------------------------------------------------------------


সাক্ষাৎকারটি নিলেন জলফড়িং ইন্টারভিউ সেকশন এডিটর সুদীপ্ত সেন(ডট.পেন)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন