ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯


#প্রেম_অপ্রেম
#নম্রতা_নাহা

রূপকথার চিরায়ত সুখে থাকাথেকে

রবিঠাকুরের ছোটো গল্প বেঁয়ে

মন হঠাৎ উদাস যখন

শেষের কবিতার অমিত, লাবণ্যতে.....

ঠিক তখনি প্রেম আসে

সরস্বতী পুজোর প্যান্ডেলে অঞ্জলীর ফাঁকে.....

প্রেম তখন ফ্রক পরা ত্রয়োদশীরমন কাঁপায়....

প্রেম তখন গোলাপি জ্যাকেটে গ্রীসিয়ান ছাঁদের পাড়াতুতো দাদায়,

প্রেম তখন নিছকই মোহময় কিছু ভাবাবেগ

হঠাৎ এসে হঠাৎই চলে যাওয়া যেন শরতের মেঘ,

তারপর ...... আসে সেই কাব্যময় সন্ধ্যে ,

প্রেম এসে দাঁড়ায় লজ্জ্যাহীন

বলে ওঠে তোমার মতো কেউ চোখে পরে নি কোনোদিন

.......আর তারপর ...

আবারও আসে প্রেম পাগল হাওয়ায় দ্বিধাহীন

ওলোট পালট উথাল পাথাল আনন্দময় নিত্যদিন

......সেরমই সে চলেও যায় দীর্ণ হৃদয় ছাওয়া দীর্ঘশ্বাসের ভার ফেলে

প্রেম যেন তখন পাখি , সুদূর আকাশে দেয় ডানা মেলে ...

প্রেম আসে যায় .....নিরুচ্চার তার ভঙ্গি

পথের বাঁকে খুঁজে নেয় পথ চলার সঙ্গী

কখনো প্রেম হাত ধরে হাঁটে নন্দন চত্বরে ...

কখনো গঙ্গার পাড়ে হাওয়া খায় হঠাৎ পাওয়া অবকাশে ..

একই আইসক্রিমে কামড় বসিয়ে আপ্লুত প্রেম বলে ওঠে

“তোমায় দিলাম আমার হৃদয় ”

সেই প্রেমই হাত ছাড়ায় ভীষণ রকম নির্দ্দ্বিধায় ....

প্রেম এরপর ঘরণী হয়ে গড়ে তোলে সংসার ,

বানিয়ে দেয় টিফিন, খুঁজে দেয় রুমাল, বুনে দেয় সোয়েটার...

হাসি, গল্পেই কেটে যায় কিছু দিন ...

ঝগড়া, খুনসুটিতে, প্রেম তখন অনেকটাই সাবলীল

সেই প্রেমও এসে দাঁড়ায় মাসের হিসেবের খাতায়

একই শয্যায় রাত্রি যাপন, কিছু চাওয়া কিছু না পাওয়ায়....

প্রেম তবু চিরায়ত ...এটাই সত্যি

খুঁজতে যেয়ো না তার সত্বা..দেখবে সবটাই অপ্রেমে ভর্তি ...

প্রেমে ভালো থেকো, ভালো রেখো.....সেটাই পরিশেষ

সেটাই বেঁচে থাকা

ভাবো না কেন ?

এই তো আছি বেশ !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন