ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

আলো-অবকাশে

তোমার শরীরী ভাঁজ কবিতা হয়ে ধরা দেয়
আঁচলের ইতিহাস স্নিগ্ধতা মাখে
চোখ দুটো যেন গভীর , খুব গভীর
রাতও দুঃসাহসীক হয়
গভীরতাকে খণ্ডাতে ।

চোখের স্থিরতায় শব্দ  চঞ্চল
দমকা হাওয়ায়  ছারখার 
সর্বনাশের আগুন অবিরাম জ্বলছে  দাউ দাউ...

যৌবন উপন্যাসের অপ্রেমিক
ঠোঁটের নিস্তব্ধতা ভাঙার চেষ্টাই  ,

যেন আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা
জ্যোৎস্নার আলো ছড়িয়ে
উপত্যকার  উপর প্রেম রচনা করছে
বয়ে চলা অক্লান্ত নদীর মতো ।

প্রশ্বাসে শল্কমোচনের মত ভাঙছে স্থিরতা
আমি ঝড় দেখতে চাই ,
আকাশের এক প্রান্তে বিদ্যুতের ঝলকানি
অন্য প্রান্তে নিম্নচাপের মেঘ সরিয়ে
বাঁকা চাঁদের মৃদু আলো-অবকাশে...

#স্নেহা ঘোষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন