ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯



অবনী  বাড়ি নেই
-শ্রেয়া স্বপ্ননীল মুখার্জী

দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কারন মানুষ হারিয়েছে বিবেকবোধ
রাতে যতই কড়া নাড়ো কেউ দেবেনা সাড়া
পাশের বাড়ির কেউ জানেনা কোথায় সে
রাতদুপুরে কাজ নেই কড়া নেড়ে
অবনী বাড়ি নেই

এখানে বৃষ্টি পরে বারোমাস
এখানে মানে বালিশে
মেঘ আজ আকাশে নয় জমে চোখে
সত্যি অবনী দুয়ার ধরে নেই
ওই দুয়ার আর খুলবেনা কোনোদিন
তাই কড়া নেড়ে কেঁদোনা
অবনী বাড়ি নেই

তোমার হৃদয় দূরগামী
ব্যাথা শুধু তোমার বুকে না, ছিল অবনীর বুকেও
ও ভালোবেসেছিল তোমাকে
কিন্তু তখন তুমি অন্য কারোর সাথে
তাই পৃথিবী থেকে অনেক দূরে সে
সহসা আর যেন না শুনি রাতের  কড়া নাড়া
অবনী বাড়ি নেই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন