ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

হোমে দেবো , যজ্ঞে দেবো
অমিত পাটোয়ারী

আমরা যেসব বালিকার শীতঘুমে আটকে গেছি
আমরা যেসব বিনুনি , কমলা আর নীল রঙের স্কার্ট
আমরা যেসব সাইকেল আর রিকশার যুদ্ধে মেতেছি বিকেলে
সবটুকু হোমে দেবো , সবটুকু যজ্ঞে দেবো।

চাদরের সঙ্গে আদর আর বালিশের সঙ্গে নালিশ
মেলাতে মেলাতে আমরা যেসব কবিতা লিখিনি
বেঞ্চের নিচে মন – ঠাকুর সইবে কতক্ষন , ভাবিনি
বেঞ্চটাকে হোমে দেবো , বেঞ্চটাকে যজ্ঞে দেবো।

আমরা যেসব ভুল মানুষের মিছিল করেছি , করবো ব’লে
ভুলের পাহাড়ের নাম দিয়েছি ছোটনাগপুর
মানুষকে মানুষ আর গোরুকে গোরু বলেছি সযত্নে
মানুষটাকে হোমে দেবো , গোরুটাকে বাঁচিয়ে দেবো।

সুমনের গান আর সুনীলের সুনীল পড়ে আমরা যেসব
রক্তের পি.এইচ. , প্লাজ়মা আর কণিকা নিয়েছি বদলে
বন্ধুনিকে বলেছি , দাঁড়ালে দাঁড়াও – দেরি হবে
গানগুলো হোমে দেবো , পাগলামি যজ্ঞে দেবো।

আমরা যেসব আমি আমরা, কেউ নয় , আমি আমরা
তেইশোর্ধের প্রেমে পড়েছি বিষ্ফারিত স্বপ্নে
নাহিদা আর একবিংশেই থেমে পড়েছি স্বপ্নে
প্রেমটাকে হোমে দেবো , স্বপ্নটাকে যজ্ঞে দেবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন