ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯




নৈশ উলগুলান ।

অরূপ ।


ক্ষয়ে যাওয়া চাঁদ ঘোমটা টেনে দাঁড়িয়েছে,

শেষ রাতে পেঁচার ডাক মন খারাপের সুর দিয়ে যায় ।

আধো আলো আধো অন্ধকারে মায়াময় গল্প বলে হাওয়া ।

জেগে ওঠে কবেকার সেই না পাওয়ার হাহাকার,

সীমান্তে কবে থেকে পড়ে থাকা  আবেগ; অবহেলায় পোড়ে থাকে  ধুলো মেখে,

ব্যস্ত সভ্যতার  তির্যক ভঙ্গি সহ্য করে তারা ।

সকলের রোদ লেগে মূর্ত হয় আবেগেরা,

পুরোনো সময়ের জীর্ণতা ঢাকে নতুনের আহ্বাণ

শুরু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন