ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

বন্ধ খিড়কির দায় (২)

*******************


কখনো মুহূর্ত চুপ !
অন্ধকার, অন্ধকার ভালো লাগে শুধু

বাবলু, তোর চোখে কত ঘুম―
এত ঘুম রাখা ছিল, জানাসনি কেন এতদিন
প্রতিবেশী কালে?
বাবলু তোর মুখ চেয়ে
ছেঁড়া খামে বিবর্ণ কালির নীল,
ওষুধ পাতায় ক্লিন্ন দাগ..

কী হয় অক্ষরবীজে!
কবিতা বাড়ানো কেন অসহ্য রকম!

মিয়োনো মুড়ির মত যন্ত্রণা ঠোঁট, আহ্..

তবু ওই রোদ দেখে,শিকড়ে শিকড়ে আলো
গুচ্ছমূলসমূহ সবুজ..

************************

পারমিতা ভট্টাচার্য, উত্তরপাড়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন