ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১৮ মার্চ, ২০১৯

Google issue


কবি বিকাশ দাসের (বিল্টু ) জন্ম কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার প্রান্তিক গ্রামে বোচাগাড়ীতে ৩'রা এপ্রিল ১৯৯৪ সালে।
পিতা স্বর্গীয় নরেশ চন্দ্র দাস, মাতা প্রিয়বালা দাস।
শিবপুর হাই স্কুল থেকে মাধ্যমিক ২০০৯ সালে, উচ্চমাধ্যমিক মাথাভাঙ্গা হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ২০১১ সালে  ।আর্থিক অনটনের জন্য ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়া সত্ত্বেও মাথাভাঙ্গা কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ২০১৪ সালে।কবির লেখা লেখির অনুপ্রেরণা বাস্তবকে দেখে নিজের প্রতি উপলব্ধি হয়ে। এখন গৃহ শিক্ষকতার সাথে  যুক্ত । এর সাথে নিয়মিত অনলাইন অফলাইন পত্র পত্রিকায় লেখা লেখি এবং মানসাই নিউজের "সাহিত্য বিভাগের "সম্পাদকের দায়িত্ব পালন করছি ।

যোগাযোগ:

নাম :বিকাশ দাস (বিল্টু )
গ্রাম :বোচাগাড়ী
পো :শিবপুর
থানা :মাথাভাঙ্গা
জেলা :কোচবিহার
পিন :736172
মোবাইল :7478971395
ইমেইল :biltu03041994@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন