কবি রুন্না ভাওয়াল ১৫ জুলাই ১৯৯৮ সালে বর্ধমান জেলার বেলেরহাটের যঙ্গেশ্বরপুর নামে এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা শ্রী প্রদীপ ভাওয়াল,মাতা শ্রীমতি কাজল ভাওয়াল।
লেখার জগতে আসা মা ও প্রিয় বান্ধবীর হাত ধরে। লেখার হাতে খড়ি তাঁর বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুল বারুন মহাশয়ের কাছ থেকে। লেখাকে জীবনের একটি অন্যতম অংশ হিসেবে তুলে ধরেছেন ২০১৩ সাল থেকে। লেখিকার কাছে লেখা অন্ধকার কে আলোর গন্ধে মাতিয়ে তোলা।পাশাপাশি আঁকাও চলে। এখন এম এ (ইংরেজি) এর প্রথম বর্ষের ছাত্রী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন