ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯


তুমি আছো !

তুমি আছো ! দেখি কিন্তু অনুভব করতে পারি না।
আমি তোমাকে অক্সিজেনের মতো চাই, যেন প্রতিটা মূহুর্ত তোমার অনুভূতি আমার শরীরের শিরায় উপশিরায় উত্তেজনার সৃষ্টি করে।

তুমি আছো ! তোমায় ছুঁতে পারি, কিন্তু অনুভব করতে পারি না।
আমি তোমার বুকে মাথা রেখে তোমার প্রতিটা হৃদস্পন্দনের ধ্বনিতে কার নাম উচ্চারিত হয় সেটা শুনতে চাই।

তুমি আছো ! তোমায় খুঁজে পাই, কিন্তু ফিরে পাইনা।
আমি তোমাকে বসন্তের বিকেলে হলুদ শাড়ি আর খোলা চুলে কৃষ্ণচূড়ার নীচে একাকী ফিরে পেতে চাই।

তুমি আছো ! তোমাকে দেখে, শুনে, খুঁজে প্রতিনিয়তই পাই ঠিকই,
কিন্তু একান্তই নিজের করে, শিরায়-উপশিরায়, হৃদয়ের হৃদস্পন্দনে, বসন্তের হলুদ শাড়িতে আজও ফিরে পেলাম না তোমায়।

 _জাহাঙ্গীর হোসেন_

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন