জন্ম বৃত্তান্ত ।
অরূপ ।
দুটি নদী কবে কার প্রাক যুগে সংগমিত হয়েছিল।
তারপর বয়ে গেছে নীলনদ পৃথিবীর বুক চিরে।
সভ্যতার হয়েছে উত্থান আবার আছে পতন ও
গর্ভে চলে গেছে কত কংক্রিটে কঙ্কাল,
সেই গর্ভে ই শায়িত আছে মহাকাল,
পলি পড়ে পুরু হওয়া গর্ভে কোনো আন্দলন নেই
তবু আছে সম্ভাবনা, সাদা রঙের আলোর আসবে এক সৃষ্টি।
তারায় তারায় স্পর্ধিত পা ফেলে এগিয়ে যাচ্ছে সময় ।
জেগে ওঠা আগ্নেয় গীরির মত ফুড়ে বেরবে নবযুগ ।
অরূপ ।
দুটি নদী কবে কার প্রাক যুগে সংগমিত হয়েছিল।
তারপর বয়ে গেছে নীলনদ পৃথিবীর বুক চিরে।
সভ্যতার হয়েছে উত্থান আবার আছে পতন ও
গর্ভে চলে গেছে কত কংক্রিটে কঙ্কাল,
সেই গর্ভে ই শায়িত আছে মহাকাল,
পলি পড়ে পুরু হওয়া গর্ভে কোনো আন্দলন নেই
তবু আছে সম্ভাবনা, সাদা রঙের আলোর আসবে এক সৃষ্টি।
তারায় তারায় স্পর্ধিত পা ফেলে এগিয়ে যাচ্ছে সময় ।
জেগে ওঠা আগ্নেয় গীরির মত ফুড়ে বেরবে নবযুগ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন