ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

*মুখোমুখি বনলতা*
একটা শীতের সন্ধ্যায় ভেবেছিলাম মুখোমুখি বসা যায়...
যদি ভালোবাসা ভারী হয় 
তবে আর শীত করবে না বোধয় 
কিন্তু যদি অভিমানের পাল্লা ঝুলে যায়
তবে একহাতের দূরত্বে বরফ পড়বে ঠিকই.......
বুকের ভিতর টা ঠান্ডা প্রদেশ বলে গণ্য  হতেই হবে....
কেউ কারো হাত ধরবো না
চোখে চোখ রাখবো না....
     চোখের জল ও বরফ হবে বটে

ওই যে ছেলেটা সে তো তোমার উপযুক্ত আছে
মা এর সোনার চাঁদের কণা
 তবে  যাও না কেন চলে
যাও ....
ওঠো ....
উঠতে পারছো না কেনো?
 ও
 আমার প্রতি বেশি ভালোবাসার দয়া 
নাকি ওই ছেলেকে ঠিক বুঝে উঠোনি?

আসলে তুমি তুষার পাত এ অভ্যস্ত নও.....
আসলে আমার ভিতরের ফকিরিকে ভালোবাসো নি, 
বাসনি অসমাপ্ত খাপছাড়া কবিতা
তারপর কিছু পর্ণমোচী সকালে
শহরের তলপেট চুঁইয়ে পড়েছিলো লক্ষ লক্ষ কুয়াশা ঘাম......

স্টেশনের কয়েকটা ভোরের ট্রেন ছাড়ার পর 
ওপাশ ফিরে শুয়েছে চাঁদ--
বিচ্ছেদ এর আসল কারণ কি জানো?
আসলে
তুমি বেহেস্তের গানের সুর চেনো না
কবরের আজানকেই ভীষণ ভালোবাসো....
© তমোঘ্ন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন