ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

অবনী
স্নেহা সরকার
পাহারে এখন শীত কাঁথা মুড়ি দিয়ে মিশে গেছে পাইন বনের ধারে,,, তোমার জন্য নুন জলের স্রোত আমি গুনে রেখেছিলাম ঝড়নার কাছ থেকে ধার করে।,,, বছর ২ এক আগে বসন্তে সিথি রাঙিয়ে দেওয়া আবির এর লাল কালচে ডগায় মুছে গিয়েছে।। পাহারে এখন রোদ্দুর আসার সময় কুয়াশার পাশে মুখ রাখলে তোমাকে আবার  করে মনে করতে ইচ্ছে করে,,
অরনি,,
ভোর বেলার কুরিয়ে দেওয়া পলাশ ফুলের মালাটা খুজে পেয়েছি গতো রাত্রে।।  তুমি চলে যাওয়ার পর ওটা তুলে রেখেছিলাম আজ যেনো তা বসন্তবিলাপ হয়ে ওঠে অভ্যন্তরীণ চাহিদার মতোন।। প্রিয় মানুষের ফেলে যাওয়া স্মৃতি গুলোকে পুড়িয়ে ফেলতে পারলেও চোখের সামনে দিয়ে ছুড়ে ফেলতে কেউ পারেনা।।
পাহারি মেয়ে গুলোর হাত ধরে বসন্তের বিহু আমায় নাচিছে,  কোকিল এর কলরব কিংম্বা, পাহারের গায়ে নুয়ে পরা রোদ্দুর আমি প্রেমে পড়েছিলাম বার বার।।
তবুও জানো
অরনি,,
তোমার মতো করে এমন ভালো কেউ বাসেনি।
তাই হয়তো ছেড়ে যাওয়ার পরে আমার মনে বসন্ত আর আসেনি।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন