নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ১৮ মার্চ, ২০১৯

Google issue




কবি বিদিশা নাথের জন্ম ১৯৯৩ সালে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়।পড়াশোনা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। কাজের ফাঁকে অবসরের হাতমকশো থেকে শেষ দু বছর পাকাপাকি কবিতায় আসা,কিন্তু স্বচ্ছন্দ যাতায়াত চলে গল্প লেখাতেও।সাহিত্যের প্রতি ভালোবাসা আর নিজ মনন প্রকাশের চাহিদাই লেখার জন্ম দিতে সাহায্য করে এবং করে চলেছে কবিকে। বর্তমানে বি.এড এ প্রশিক্ষণরত শিক্ষিকা।

যোগাযোগঃ

ঠিকানা: পূর্ব পাড়া, আন্দুল,হাওড়া 711302
ফোন :8335814663
Email:bidisha.nath2614@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন