ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

কাব্যিক হোরিখেলা
জয়দীপ রায়
দূর দেশ হয়ে ফিরে আসা
মেঘ গুলোর বুক চিরে
এক আলসেমি রোদ জেঁকে বসেছে
বহু দিনের আড়ি করে দেওয়া সিঁড়িটার বুকে

এক বিস্তীর্ন ব্যবধান মুছে যাওয়া রঙ
কেঁদে ওঠা মাঝরাতের আয়না
তোমার মনে পড়ে রোদ
মনে পড়ে রঙ যে আমার বারন
নিষেধ সিঁড়ি গুলোতে চড়া
দোতারার সুরে পা মেলাবে সকাল
একলা দুপুর খু্ঁজবে তখন ঘর
খুঁজে নেবে রঙ পৃষ্ঠা নম্বর ঘেঁটে
থাকবে মাঝে রঙ রাঙিয়ে যাওয়া আকাশ
খুঁজে নেবো রঙিন পাঞ্জাবীটাও
কাব্যিক হোরিখেলায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন