ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ২০ মার্চ, ২০১৯



______এই বসন্তে
                  সুনন্দ মন্ডল

শেষ বিকেলের পাখিটা
পথ ভুলে কিছুক্ষন শুকনো গাছের ডালে বসেছিল
বাড়ির পশ্চিম প্রান্তে তখনো হলুদ আভা ছিল সূর্যের

তুমি পথ চেয়ে আছো বুঝি
বসন্তে প্রতি খাম খুলে দেখি ডাকচিঠি
সেই বসন্ত আজ আর নেই
তবু জানি মনে গাঁথা আছে সেই রঙিন

চাঁদ ওঠে আকাশে
সময় পেরিয়ে ওই ছোট্ট তারাটাও
সাথী খুঁজে নিয়ে পাশেই বসিয়েছে
তারাখসার গল্পে রাত জেগে থাকে দুজনে

শুধু আমি একা
এই বসন্তে,
বসন্তের ফল্গুধারায় স্নাত হতে চেয়েও.....
                  -------------
কাঠিয়া, পাইকর, বীরভূম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন