ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ৬ মার্চ, ২০১৯

কলমে ডট.পেন

রিভিউ কলম "যে তুমি তারার মতো"

বাংলার বর্ণমালাকে পেরতে পেরতে যদি আমি একদম শেষে যাই তাহলে সেখান থেকে আমার ফিরে আসা কঠিন কারণ তার নাম চন্দ্রবিন্দু।
আর চন্দ্রবিন্দু'র তিনজন আমার ভীষণই প্রিয়। ভগবানকে বলব যদি আমি কোনোদিন কোমায় যাই তাহলে চারজন কে ভুলিও না ১.) চন্দ্রিল ভট্টাচার্য ২.) অনিন্দ্য চট্টোপাধ্যায়  ৩.) উপল সেনগুপ্ত ৪.)অনুপম রায়

একটা অসম্ভব ভালো গান গেয়েছে উপল দা সেটা হলো
"যে তুমি তো তারার মতো"। গান টাতে যারা যারা কোরাস গাইলেন সকলকে অনেক শুভেচ্ছা গোটা অ্যারেঞ্জটাকে শুভেচ্ছা আর গান টা যারা লিখেছে  তাদেরকে  আমার একটা করে চুমু দেওয়া থাকলো।



গান টা শুনে আমার যেটুকু মনে হয়েছে সেটা হলো প্রেমিকা তার ভীষণই বড়ো পরিবারের আর প্রেমিক গরীব আর যা হয় বামনের চাঁদে হাত দেওয়ার স্বপ্ন।

তবে আমার মনে হয় এই গানটার বিষয়টা সাধারণ হলেও কথা গুলো অসম্ভব অসম্ভব সুন্দর এবং অসাধারণতের দাবী রাখে আর এটা উপল দার গাওয়াটায় সমুচিত হয়েছে নতুবা সেই ভাবধারাটা আসবেনা বা আসতনা।

তবে এটা আমি সিওর যে, এই গানটা শোনার পর রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে কাঠের বাড়ি তৈরী করা আর একসাথে থাকার স্বপ্ন দেখছে বা দেখবে অনেকেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন